Tuesday, April 23, 2013

► পৃথিবীতে মাত্র ১৪টি দেশে বাঘ পাওয়া যায়। বাংলাদেশ এর মধ্যে একটি।
► ফারাক্কা বাঁধ বাংলাদেশ সীমানা হতে দূরে অবস্থিত : ১৬.৫ কিলোমিটার।
► মূল্য সংযোজন কর বাংলাদেশেচালু করা হয় : ১লা জুলাই ১৯৯১।
► বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় ব্রিটেনে।
► জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার ০.০১ শতাংশ।
► IAEA (International Atomic Energy Agency) নোবেল পুরস্কার পায় ২০০৫ সালে।
► ইংরেজী Pen শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Penna থেকে। যার অর্থ
পালক। প্রাচীনকালে মানুষ পাখির পালক দিয়ে লিখতো কি না, তাই।
► জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর কবে চালু হয় ৪ সেপ্টেম্বর, ১৯৮০।
► ২৯ জুন ২০১১ কোন দেশের সংসদে ধর্মীয় রীতিতে পশু জবাই নিষিদ্ধ করে আইন পাশ হয়?-নেদারল্যান্ডস ।
► সর্বপ্রথম মহিলাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান করা হয় কোন দেশে? -নিউজিল্যান্ড ।
► বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে ? -১৯৭৪ ।
► বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? -বরেন্দ্র গবেষণা জাদুঘর ।
► বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরষ্কার ও সম্মাননা পেয়েছেন? -ফজলুর রহমান খান ।
► টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? -মণিপুর ।
► স্যাটেলাইট চ্যানেল ‘একাত্তর’ এর যাত্রা শুরু হয় কবে? -২৬ জুন ২০১১ ।

No comments:

Post a Comment