Tuesday, April 23, 2013

ফেসবুক সমাচার [হাসতে মানা]

স্কুলপড়ুয়া ছেলেটা তার ফেসবুক স্ট্যাটাসে লিখল, ‘ক্লাসরুমে বসে বসে ফেসবুকিং করছি। হা হা…কী মজা।’
সঙ্গে সঙ্গেই শিক্ষকের কমেন্ট, ‘বেরিয়ে যাও।’
কমেন্টে 'লাইক' দিয়ে ছেলেটির মার কমেন্ট, ‘আজকে আসো বাসায়। এই অপরাধের শাস্তিস্বরূপ তুমি আজ ঘর ঝাঁট দেবে, ঘর মুছবে এবং থালাবাসন ধুবে।’
মায়ের কমেন্টে লাইক দিল বাসার কাজের লোক!

>সবকিছুর মাঝে পড়ালেখাটা ঠিক ভাবে করুন :D

No comments:

Post a Comment